বিশ্বনাথে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১১:৫৪ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি :
বিশ্বনাথে পূর্ব শ্বাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু’দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সম্পন্ন হয়েছে। বিশ্বনাথ ইউনিয়নের আয়োজনে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিশ্বনাথ ইউনিয়নের ১৯টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পূর্ব শ্বাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আব্দুল মুতলিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন পূর্ব শ্বাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না মনি তালুকদার।
আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুহেল রানা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, পূর্ব শ্বাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন ভোগশাইল কেরামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিয়া বেগম, শাহজালাল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ দাশ রায়, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রাণী দে, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী পাল, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী বড়ুয়া, পূর্ব শ্বাসরাম বিমল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রাণী দাশ, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অমর চন্দ্র দাশ, সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাম্মেল হোসেন, শিক্ষানুরাগী জামাল আহমদসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অভিভাবকবৃন্দ।