এবারও দুই ক্যান্টনমেন্ট কলেজের ঈর্ষণীয় ফলাফল
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৩৫:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এইচএসসি’র ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে জালালাবাদ ও সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ দুই প্রতিষ্ঠান থেকে মোট ৮০১ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাশ করেছেন। এ ঈর্ষণীয় ফলাফলে ৬১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
বুধবার দুপুর ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠে পুরো ক্যাম্পাস।
জানা যায়, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবার বাংলা মাধ্যমে ৫৭৬ জন, (বিজ্ঞান শাখা ২৭৫, মানবিক- ১৩১ ও ব্যবসায় শিক্ষা শাখা- ১৭০) ও ইংরেজি মাধ্যমে ৫৫ জনসহ মোট ৬৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেন। তার মধ্যে এ প্লাস ৪৮৪ জন, এ গ্রেড ১৪৭ জন অর্জন করে। এ প্লাস প্রাপ্তির হার ৭৭ শতাংশ। গতকাল দুপুরে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামের এ ফলাফল প্রকাশ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।
অপর দিকে গত বছরের ন্যায় এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ বছর মোট ১৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে এ প্লাস ১২৬ জন, এ গ্রেড ৪১ জন, এ- ৩ জন পেয়েছেন। এ প্লাস প্রাপ্তির হার ৭৪.১ শতাংশ।