লেস্টারে আল্লামা দুবাগী’র ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪০:৩৩ অপরাহ্ন
সংবাদদাতাঃ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী’র ঈসালে সাওয়াব মাহফিল গত ৫ ফেব্রুয়ারী রোববার মধ্য ইংল্যান্ডের লেস্টার শহরে তাঁর হাতে প্রতিষ্ঠিত দারুস সালাম মসজিদে অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন লেস্টারের প্রবীন ছাত্র আবু তাহের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর বড় ছাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী। বিশেষ অথিতির বক্তব্য রাখেন তাঁর মেজো ছাহেবজাদা মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী।
মাহফিলে আরো বক্তব্য রাখেন দারুস সালাম মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল, মসজিদের সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ শফিকুল ইসলাম চৌধুরী, মসজিদের ট্রাস্টী প্রবীণ মুরব্বী আব্দুর রহীম, কাউন্সিলর শহীদুল্লাহ খান, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল ওয়াহিদ, মসজিদের সহ-সভাপতি আজিজুর রহমান, ফরিদ মিয়া, আলী আশরাফ প্রমুখ। তাঁর ছাত্র-ছাত্রী, মুসল্লীয়ান, মুরীদীন, মুহিব্বীন ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বক্তারা স্মৃতিচারণ করে বলেন: আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব (রহ.) লেস্টার শহরে সবার কাছে তিনিঁ “বড় হুজুর” হিসেবে অধিক পরিচিত ছিলেন। লেস্টারের বাইরে তিনি “লেস্টারের সাব” হিসেবে সমধিক প্রসিদ্ধ ছিলেন।