পাসপোর্ট উপপরিচালকের সাথে জিএসসি ইউকে’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০৩:০৮ অপরাহ্ন
সিলেট বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মহের উদ্দিন শেখ এর সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার এন্ড কাউন্সিল ইউকে’র সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিনের নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রবাসীদের পাসপোর্ট জটিলতা নিরসন বিষয়ক মতবিনিময় সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়।
উপপরিচালক মহের উদ্দিন শেখ এর সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসএমপি কোতোয়ালী মডেল থানার সহকারি পুলিশ কমিশনার মোঃ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী, জিএসসি ইউকে সেন্ট্রাল সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন, জি.এস.সি সিলেট চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফিকুর রহমান আফিক।
ইছবাহ উদ্দিনের বিভিন্ন দাবী প্রেক্ষিতে পাসপোর্ট অফিসের উপপরিচালকের মহের উদ্দিন সেখ বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশগামী ও প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি