গোয়াইনঘাটে অবৈধ যানবাহনে অতিরিক্ত ভাড়া
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০১:৪৮ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি :
গোয়াইনঘাটে রাস্তা ভাঙ্গার অজুহাতে যানবাহনে ভাড়া বাড়ে, রাস্তা ভালো হলে ভাড়া আর কমে না।
গোয়াইনঘাটের বিভিন্ন সড়কে অবৈধ যানবাহন অদক্ষ চালক দিয়ে যাত্রী পরিবহনে দীর্ঘদিন থেকে আদায় হচ্ছে অতিরিক্ত ভাড়া। যানবাহনের নির্দিষ্ট স্টেশন থাকা সত্বেও উপজেলা সদরে বিভিন্ন প্রশাসনিক অফিসের সামনে দেড় থেকে দু’শ মিটারের মধ্যে একাধিক অবৈধ অটোবাইক স্টেশন গড়ে তুলা হয়েছে। ফলে বাজারে আসা লোকজনের যাতায়াতে এবং অফিস আদালতে সেবা গ্রহণে বিড়ম্বনায় পড়তে হয় জনসাধারনের। সাবরেজিস্টার অফিস, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি অফিসের সামনে অটোবাইকের দীর্ঘ লাইন থাকায় সেবা গ্রহণকারী নারী পুরুষ প্রতিদিনই বিরক্তিকর অবস্থায় পড়তে হয়। বাজার ও প্রশাসনিক সড়কে সৃষ্টি হয় যানজটের। গুরুত্বপূর্ণ কাজে প্রশাসন, পুলিশের গাড়ি চলাচলে বিঘ্ন ঘটলেও নেয়া হচ্ছেনা কোন ব্যবস্থা।
অবৈধ যানবাহনে অদক্ষ শিশু চালক দিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন হলেও পড়ছেনা সংশ্লিষ্টদের নজরে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গোয়াইনঘাটের পিরিজপুর সোনারহাট, রাধানগর গোয়াইনঘাট, গোয়াইনঘাট হাদারপার রাস্তায় পূর্বের চেয়ে ৩/৪ গুণ বেশী ভাড়া আদায় হচ্ছে। গোয়াইনঘাট থেকে হাদারপার ৬০ টাকা, আহারকান্দি ৩০ মাতুরতল ৪০, রাধানগর মাত্র ৬ কিঃ মিঃ রাস্তায় সিএনজি ভাড়া দিতে হচ্ছে ৩০টাকা। রাস্তা ভাঙ্গার অজুহাতে ভাড়া বাড়ানো হলেও মেরামতের পরও বর্ধিত ভাড়া আদায় হচ্ছে।
এলাকাবাসী যাত্রীসাধারনের প্রত্যাশা যানবাহনে ঝুঁকি, অতিরিক্ত ভাড়া থেকে পরিত্রানের ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষ আন্তরিক হবেন।