যুক্তরাজ্য প্রবাসীদের অনন্য উদ্যোগ : নান্দনিক রূপ পেলো ওসমানীনগরের খাগদিওর মাদ্রাসা
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০০:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : করোনাকালীন সময়ে ওসমানীনগরের খন্দকার বাজার এলাকার উদ্যমী যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে গঠন করা হয়েছিলো ‘খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’। লক্ষ্য ছিলো গরিব ও বঞ্চিতদের সাহায্য করা। কিন্তু এ সংগঠনটি কেবল গরিবদের সাহায্যেই থেমে থাকেনি। উদ্যোগ নিলো এলাকার ঐতিহ্যবাহী খাগদিওর ইসলামিয়া মাদ্রাসাকে নান্দনিক ও আধুনকিতায় রূপ দেয়ার। অনন্য এ উদ্যোগ বাস্তবায়নও করলো সফলভাবে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মাণ করলো আধুনিক মাদ্রাসা ভবন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিবর্তিত স্থানে নতুন মাদ্রাসা ভবনটির উদ্বোধন হলো। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ভবন উদ্বোধন ঘিরে যেন এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন শায়খুল হাদিস আল্লামা মখলিছুর রহমান কিয়ামপুরী।
খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের সভাপতি মোহাম্মদ মুহিব রহমানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো: হাবিবুর রহমান তারন ও সাজ্জাদুর রহমান খান, সহ সভাপতি মো: মুজিবুর রহমান আছকির, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মশহুরুল আলম চৌধুরী শামীম, সদস্য মোহাম্মদ আব্দুস সালাম, সাদিকুর রহমান আলী রুবেল, আলতাফ আহমেদ রহমানী ও মো: এখলাছুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গহরপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দর রহমান, খাগদিওর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, গভর্নিং বডির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী লয়লা, দয়ামির ইউপি সদস্য আফরুজুল হক, রাজনীতিবিদ শাহ জামাল আহমদ, সমাজসেবক আবরার মোস্তফা খান, ডা: আব্দুল জলিল, খন্দকার বাজার হাইস্কুলের শিক্ষক হারুনুর রশিদ, হাফিজ আবু বকর, রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য যে, ১৯৮৮ সালে যাত্রা শুরু করে খাগদিওর ইসলামিয়া মাদ্রাসা। দীর্ঘ এ পথচলায় মাদ্রাসাটি এলাকার দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।