সিলেটের ডাক’র সহকারি সার্কুলেশন ম্যানেজার খলিলুর রহমানের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২৬:২৪ অপরাহ্ন
দৈনিক সিলেটের ডাক এর সহকারী সার্কুলেশন ম্যানেজার ও সাবেক পেস্টিং ইনচার্জ মোঃ খলিলুর রহমান বৃহস্পতিবার ভোর রাত ৩টায় সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
মৃত্যুর পর মরহুমের লাশ লাউয়াইস্থ বাসায় নিয়ে যাওয়া হয়। পরে তার লাশ তার নিজ জেলা পটুয়াখালী শহরের পলাতলায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে নামাজে জানাজা শেষে সেখানে দাফন করা হবে।
দীর্ঘদিন সিলেটের ডাক পত্রিকায় কাজ করার সুবাদে সিলেটের সংবাদপত্র জগতে তিনি একজন পরিচিত মুখ ও প্রিয়ভাজন ছিলেন। তার মৃত্যুতে ডাক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি রাগীব আলী পত্রিকার সহকারি সার্কুলেশন ম্যানেজার খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি