বালাগঞ্জে ইপিআই সংক্রান্ত কমিউনিটি মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২৮:৩০ অপরাহ্ন
সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইপিআই সংক্রান্ত কমিউনিটি মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় ইপিআই কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার।
সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডা: ফাহিমা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রানী দাস। ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্যে পরিচালক হাছিনা আক্তার বলেন, টিকা গ্রহণে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অংশগ্রহণকারীগণ যদি টিকা সংক্রান্ত বার্তাগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রচার করেন তাহলে এই পরিস্থিতি নিরসন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন বলেন, চলমান এই কার্যক্রম বিরতিহীনভাবে বাস্তবায়ন করে যাচ্ছে জেলা তথ্য অফিস সিলেট। এ কার্যক্রম তখনই সফল হবে যদি আমরা আমাদের সকল সন্তানদেরকে টিকার আওতায় নিয়ে আসতে পারি। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি