তালামীয দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া মাদরাসা শাখার কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০৪:১৭ অপরাহ্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদরাসার হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাহমুদুর রহমানকে সভাপতি, আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক ও এহসান আহমদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অনান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ-সভাপতি আবু ইউসুফ আলামীন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, মোঃ শামসুদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মেহেদী হাসান নোমান, সহ-প্রচার সম্পাদক নাজমুল হোসেন সায়েম, অর্থ সম্পাদক রইছ উদ্দিন, অফিস সম্পাদক তারিকুল ইসলাম জাওহার, সহ-অফিস সম্পাদক আবুল হাসান জুনাইদ, আবু সুফিয়ান সাদী, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক নুরুল আনোয়ার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু ওবায়দা সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফুর রহমান দবির, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ আল হুদা, সদস্য আশিকুর রহমান, কামরুল ইসলাম, ইউসুফ আলী, মিজানুর রহমান, ইয়াসিন আলী, হাফিজুর রহমান, আবদুস সালাম, আহসানুর রহমান নাফিস, নাসির হোসেন, আজহারুল আলম, রাজনুর খান, মিজানুর রহমান, সাদিক আল সিয়াম, আদনান সাকিব, ইমাদ উদ্দিন, জিসান আহমদ ও একেএম মাহফুজুর রহমান। বিজ্ঞপ্তি