৭ উপসচিব একযোগে বদলি
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৪:২৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : উপসচিব পদমর্যাদার সাশ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব খন্দকার জাকির হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম শরিফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মুফিদুল আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আসমা নাসরীনকে কৃষি মন্ত্রণালয়ে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত নাসরিন সুলতানাকে বাণিজ্য মন্ত্রণালয়ে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত সোনিয়া হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবং পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম কাওসার হোসেনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।