ওসমানীর আউটডোরে অজ্ঞাত ব্যক্তির লাশ
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪০:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের আউটডোরের সামনে থেকে উদ্ধার করা হয়।
হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ জুয়েল চৌধুরী জানান, ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে মেডিকেল এলাকায় ঘোরাঘুরি করতেন এবং সেখানেই থাকতেন। প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থ ছিলেন। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তার বয়স অনুমানিক ৫২ বছর। বর্তমানে লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশটির পরিচয় কারো জানা থাকলে ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের পুলিশ বক্সে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।