তেমুখীতে আইল্যান্ডে উঠে গেল শ্যামলী বাস
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪১:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে শহরতলীর তেমুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, শ্যামলী পরিবহনের ওই বাস প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ঢাকা হতে সুনামগঞ্জ উদ্দেশে রওনা হয়। রাত ৮টার দিকে তেমুখীতে আসামাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। তবে দ্রæত নেমে যাওয়ার কারণে বাসের ভেতরে থাকা কোন যাত্রী আহত হননি।