সদরে দিশারি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৪৩:৫২ অপরাহ্ন
সিলেট সদর উপজেলায় উন্নত স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন স্থিতিস্থাপকতায় নারী ও কিশোরীদের নেতৃত্বের অগ্রগতির জন্য দিশারি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক এর সভাপতিত্বে ও প্রোগ্রাম মনিটর তানিম পাপিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক।
টেকদা ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড জাপান এর অর্থায়নে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিড সংস্থার সহযোগিতায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) ও দিশারি প্রকল্প সিলেট সদর উপজেলা এ অবহিতকরণ সভার আয়োজন করে।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা অপুর্ব লাল সরকার, উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম রফিকুজ্জামান, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক, বাদাঘাট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আহমদ আলী, মইয়ারচর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক আকবর হোসেন রাজা, সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. নুসরাত আরিফ, লাইফ স্টক অফিসার ডা. নাহিদ আরজুমান্দ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ছমির উদ্দিন, সমাজসেবা সহকারী কর্মকর্তা শর্মিলা চৌধুরী, সাংবাদিক এম রহমান ফারুক, এস এম আব্দুল গফুর মান্না, ইউপি সদস্য নেছের আহমদ প্রমূখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি এলইপি কো-অর্ডিনেটর ফাহিম সারওয়াত, প্রেজেন্টেশন উপস্থাপন করেন দিশারি প্রকল্পের মনিটরিং অফিসার শেখ তাওহিদা রহমান। আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. ছাদিকুর রহমান, জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, ইউনিয়ন মোবিলাইজার সাহিদা বেগম।