নয়াপুলে স্লাব চুরি, কর্তৃপক্ষ নির্বিকার
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২০:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
আশির দশকে সিলেট নগরের বুক চিরে সুরমা নদীর ওপর স্থাপিত হয় শাহজালাল সেতু। যা সবার কাছে ‘নয়াপুল’ নামেই অধিক পরিচিত। ঢাকাসহ সারা দেশ থেকে সিলেট শহরে ঢুকতে হলে এই সেতু পাড়ি দিতেই হয়। এমন গুরুত্বপূর্ণ সেতুটি আজ চোরের কবলে! যেন অরক্ষিত। সেতুর দুই প্রান্তের ফুটপাতের স্লাবগুলিতে নজর পড়েছে চোরের। একে একে স্লাবগুলি তুলে নিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। এতে সেতু দিয়ে হাঁটতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা। তৈরী হয়েছে ঝুঁকিও। দীর্ঘদিন ধরে চোরের এমন কর্মকান্ড চললেও এটি দেখার যেন কেউ নেই। কর্তৃপক্ষ একেবারেই নির্বিকার। এতে পথচারীরা প্রকাশ করছেন ক্ষোভ। প্রশ্ন তুলেছেন সেতুর নিরাপত্তা নিয়ে।