বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের অভিষেক
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১২:৪৬ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি:
বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের নিয়ে গঠিত বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দেশটির রাজধানী মানামায় স্থানীয় সময় রাত ৮ টায় গালফ হোটেল কনভেনশন সেন্টারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
নাসিমা আফজালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম। গেস্ট অফ অনার ছিলেন বাহরাইন চেম্বার ও জিসিসি চেম্বার অ্যান্ড কমার্স ফেডারেশনের চেয়ারম্যান সামির আব্দুল্লাহ নাস। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন চেম্বার অব কমার্স বোর্ডের সদস্যবৃন্দ, বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মুইজ চৌধুরী। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী স্বাগত বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। সংগঠনের উপদেষ্টা আসিফ আহমেদ আগামী এক বছরের জন্য হায়াতুল্লাহ মল্লিককে সভাপতি ও আলাউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।







