প্রাত:ভ্রমণ ক্লাব উপশহরের বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০৭:৪৮ অপরাহ্ন
শাহজালাল উপশহরস্থ চল্লিশোর্ধ্ব বয়সীদের সংগঠন ‘প্রাত:ভ্রমণ ক্লাব’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় মেন্দিবাগস্থ গার্ডেন ইন হোটেলের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি প্রফেসর ডা. মো. আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও ক্লাবের জীবন সদস্য আহমদ মাহবুব ফেরদৌস এর পরিচালনায় বার্ষিক সাধারণ সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জীবন সদস্য মাওলানা আব্দুল মুকিত লস্কর। সভায় বিগত ২০২২ সালের ক্লাবের কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন এবং আয়- ব্যয়ের নিরীক্ষিত হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন।
সাধারণ সম্পাদকের উপস্হাপিত বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাবসহ সমিতির কার্যক্রমের উপর সাবেক সভাপতিদের মধ্য থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী এবং সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহান। জীবন সদস্যের মধ্য থেকে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, ক্লাবের সহসভাপতি মো. সাদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আবুল লেইছ, আবুল ফজল, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী, উপশহর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. তাজুল ইসলাম, ইউকে প্রবাসী দবির আহমদ ও বেলাল বদরুল প্রমুখ। ক্লাবের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষণ করেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এইচ এম হাবিবুর রহমান চৌধুরী ও বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার জয়েন্ট ম্যানেজার মো. ছালেহ আহমদ।
সভা শেষে সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুবরণকারীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন ক্লাবের জীবন সদস্য মাওলানা শাহ মো. নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি