কানাইঘাটে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০৯:৩৪ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের সুরমা ব্রীজ সংলগ্ন বায়মপুর মাঠে কানাইঘাট উপজেলা বহুমুখী ফুটবল দল বনাম ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একাডেমী চুনারুঘাট হবিগঞ্জের মধ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বায়মপুর যুব সমাজের উদ্যোগে সুরমা ব্রীজ সংলগ্ন মাঠে এ প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি ১-১ গোলে ড্র হলে খেলার আয়োজক কমিটির সিদ্ধান্তে চ্যাম্পিয়ন ট্রফি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী দলের হাতে তুলে দেয়া হয়।
প্রীতিম্যাচের শুরুতেই স্বাগত বক্তব্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ফুটবল ম্যাচকে ঘিরে কানাইঘাটে দর্শকরা যে উচ্ছাস, ভালোবাসা দেখিয়েছেন তা সব-সময় তিনি মনে রাখবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনিয়ম দুর্নীতির প্রতিবাদসহ ফুটবলের নবজাগরণের জন্য তিনি লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন। ফুটবলকে বাঁচাতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, তৃণমূল পর্যায়ে ফুটবলার তৈরি করতে হবে এবং নাইট মিডবার ফুটবলকে বর্জন করার আহ্বান জানান।
কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খেলা আয়োজক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম রানার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কাওছার আলমের পরিচালনায় প্রীতিম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, খেলার প্রধান আয়োজক উপজেলা ফুটবল দলের ম্যানেজার শামসুল ইসলাম। প্রীতিম্যাচ শেষে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং কানাইঘাট উপজেলা বহুমুখী ফুটবল দলের অধিনায়ক দেলোয়ার হোসেন বাবরের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদ উদ্দিন আহমদ।