গোলাপগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২৩:২৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাটুলগঞ্জ মাদ্রাসায় এ ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। আল মোস্তফা ট্রাষ্টের সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বাটুলগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মকবুল হোসেন কাশেমীর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা মামুন মুজাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডাক্তার আবুল হাসেম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, লন্ডন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মো: আমিনুল হক জিল্লু, ৩নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হানিফ খান, বাহরাইন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কয়েছ আহমদ, সৌদি আরব বাহরাইন জালালাবাদ এসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা আব্দুর রাজ্জাক, গোলাপগঞ্জ সোসাল এন্ড ক্যালচারাল ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ মাসুদ আহমদ জোয়ার্দার, বাটুলগঞ্জ মাদ্রাসার খাছ কমিটির সদস্য কামাল উদ্দিন বেলাল, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সাকের ইসলাম, সমাজসেবী সুজন আহমদ খান।
জিয়াউল আমিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাটুলগঞ্জ মাদ্রাসার খাছ কমিটির সভাপতি গোলাম আজম শায়েস্তা।
ফ্রি চক্ষু শিবিরে আর্থিক সহযোগিতায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নুর, আবু তাহের, মো: দিলওয়ার হোসেন, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, তালাত সিদ্দিকী, সেলিম উদ্দীন আহমদ, ফারুক মিয়া, মো: তাজুল ইসলাম, সামসুল হক এহিয়া, সুহেল উদ্দিন। চক্ষু শিবিরে চিকিৎসা প্রদান করে সিলেট বার্ড হাসপাতাল ও পরিচালনার দায়িত্ব পালন করে বাটুলগঞ্জ মাদ্রাসার আল ফালাহ ছাত্র সংসদ ও হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সদস্যবৃন্দ। চক্ষু শিবিরে প্রায় ছয় শত উপকারভোগীকে চক্ষু সেবা দেওয়া হয় এবং ৩২ জনের চোখের ছানি অপারেশন করানো হয়। এছাড়াও ১০০ জনকে ফ্রি চশমা ও ১০০ জনকে চোখের ওষুধ দেওয়া হয়।