বিমানকে সিলেট চেম্বারের কৃতজ্ঞতা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৩:৩১ অপরাহ্ন
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দাবির প্রেক্ষিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট-ঢাকা ফ্লাইটে সিলেট-ঢাকা ডমেস্টিক রুটের যাত্রী পরিবহন চালু করায় পররাষ্ট্র মন্ত্রী, বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে সিলেট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, ইতোপূর্বে এ ফ্লাইটে সিলেট-ঢাকা রুটের যাত্রী পরিবহন করা হলেও বিগত বেশ কিছুদিন যাবৎ এই সেবা বন্ধ ছিল। যার ফলে সিলেটের যাত্রীরা অতিরিক্ত বিমান ভাড়া দিয়ে ঢাকা যাতায়াত করতে হতো এবং অনেকগুলো সিট খালি যাওয়ায় বিমানও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছিল। সিলেট চেম্বারের পক্ষ থেকে গত ৬ ফেব্রুয়ারি এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রী এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বরাবরে পত্র প্রেরণ করা হয় এবং পত্র-পত্রিকায়ও বিজ্ঞপ্তি প্রদান করা হয়। সিলেট চেম্বারের দাবির প্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি থেকে বিমানের ম্যানচেস্টার-সিলেট-ঢাকা ফ্লাইটে সিলেট-ঢাকা রুটের যাত্রী পরিবহন শুরু করায় সিলেটের যাত্রীরা যেমন লাভবান হবেন, তেমনি বিমানের আয়ও বৃদ্ধি পাবে। চেম্বার সভাপতি সকল এয়ারলাইন্সের সিলেট-ঢাকা, ঢাকা-সিলেট ফ্লাইটের ভাড়া হ্রাসের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনার দাবি জানান। ডমেস্টিক ফ্লাইটের ভাড়া হ্রাস করা হলে সিলেটে বিনিয়োগ বাড়বে এবং পর্যটন খাতের প্রসার ঘটবে বলে তিনি মন্তব্য করেন।