মারামারির মামলায় পিতাসহ দুই পুত্র কারাগারে
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৯:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথের লামাকাজির মঙ্গলগিরী গ্রামে চুরিকালে মারামারির মামলায় পিতাসহ দুই পুত্রকে কারাগারে প্রেরন করা হয়েছে। সিলেটের জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে বৃহস্পতিবার মঙ্গলগিরী গ্রামের আনোয়ার আলী ও তার পুত্র মারুফ আহমদ ও মাসুম আলীকে নিয়ে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, বিশ্বনাথের লামাকাজির মঙ্গলগিরী গ্রামের মহিবুর রহমানের পুকুরে বিভিন্ন সময় মাছ ও লেবু চুরি করে। এতে বাধা দিলে আক্রসে গত ৬ জানুয়ারী গ্রামের বাবুলের ধান ভাঙ্গার মিলের সামন দিয়ে একই গ্রামের মরহুম আজমান আলীর পুত্র মহিবুর রহমান যাওয়ার সময় মরহুম সমুজ আলীর পুত্র আনোয়ার আলী ও তার পুত্র মারুফ আহমদ ও মাসুম আলী তাকে প্রায় মারার লক্ষ্যে মারধর করে। এতে মহিব গুরুতর আহত হলে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাজধানীতে নিয়ে তাকে চিকিৎসা করা হয়েছে। এ ঘটনায় মহিবুর রহমান বাদী হয়ে বিশ্বনাথ থানায় আনোয়ার আলী ও তার পুত্র মারুফ আহমদ ও মাসুম আলীকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় আনোয়ার আলী ও তার পুত্র মারুফ আহমদ ও মাসুম আলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানী শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দিলে পুলিশ তাদেরকে কারাগারে নিয়ে যায়।