মাদকমুক্ত সমাজ গড়তে হলে তরুণ যুবাদের এগিয়ে আসতে হবেঃ ওসমানী নগরে ড. অরূপরতন চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২২:১১ অপরাহ্ন
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন
চৌধুরী বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে তরুন যুবাদের এগিয়ে আসতে হবে। আমরা শান্তির একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই।
মাদক নামক বিষাক্ত এই ছোবলে ইতিমধ্যে যারা বিপদগামী হয়ে গেছেন আমরা চাই তাদেরকে সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে নিয়ে আসতে।
এই কাজে সরকারের পাশাপাশি সমাজ সচেতন মানুষদেরকে এগিয়ে আসতে হবে।
তিনি শনিবার সকালে ওসমানী নগর উপজেলার তাজপুর কদমতলায় একটি কমিউনিটি সেন্টারে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস
ওসমানী নগর উপজেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে উপরোক্ত
কথাগুলো বলেন। তিনি মাদকের নীতিবাচক দিকগুলো সমাজের সর্বস্থরে ছড়িয়ে দেয়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান
জানান।
মানস ওসমানী নগর উপজেলা শাখার সভাপতি এডভোকেট সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুহিবুর রহমান কিরণ, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক তাজপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ওসমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওলিউল্লাহ বদরুল, উমরপুর ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঝলক পাল, মানস সিলেট শাখার সমন্বয়ক সমর দাশ, মানস সিলেট
জেলা শাখার সভাপতি হেলাল আহমদ, সহ-সভাপতি এডভোকেট কল্যাণ চৌধুরী, হৃষিকেশ রায় শংকর, সাধারণ সম্পাদক মিহির
মোহন, সিলেট মহানগর শাখার সভাপতি সন্তোষ পাল, লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লালা মিয়া।
মানস ওসমানী নগর উপজেলা শাখার কোষাধ্যক্ষ বিপুল পুরকায়স্থের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন
হাফিজ শাহজাহান আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন শাখার সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন রনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখার সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ সাংগঠনিক
সম্পাদক ইমরান আহকদ, প্রচার সম্পাদক সুশান্ত কপালী প্রমুখ।
ড. অরূপ রতন চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সিলেট বেতারের ঘোষিকা পূরবী দেব। দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার
বিপুল সংখ্যক রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়। শুরুতে মানস ওসমানী নগর উপজেলা শাখার পক্ষ থেকে ড.
অরূপ রতন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি