সিলেট নগরীর তেমুখীতে চক্ষু হাসপাতাল উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৭:৩৩ অপরাহ্ন
সিলেট নগরীর তেমুখীতে সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষে সিলেট ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে তেমুখীতে বাইপাস পয়েন্ট সুনামগঞ্জ রোড সংলগ্নে খাজা মহল মার্কেটের ২য় তলায় ফিতা কেটে এই নতুন চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়।
উদ্বোধন পুর্বে হাসপাতালের সামনের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে ডা. মহি উদ্দিনের এর পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. নন্দন কুসুম দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মোঃ আলতাফ হোসেন, টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান শহিদ আহমদ, সমাজসেবক সুন্দর আলী, বিশিষ্ট মুরব্বী কয়ছর মিয়া, সুন্দর আলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি নোমান আহমদ, টুকেরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত এসপিও মো: ফরিদ উদ্দিন, রশিদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা উসমান গনি, মেম্বার গিয়াস উদ্দনি, ডা. আল আমিন, ডা. ফারহানা জৌতি, ডা. আমজাদ, ডা. মোহাম্মদ আলী, ডা. এম এ আউয়াল, ডা. সুমন আহমদ, তরুণ সমাজসেবক আক্তার হোসেন, লোকমান আহমদ, আল আমিন, ব্যবসায়ী শাহিন আহমদ প্রমুখ। উদ্বোধনের দিন প্রায় শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। শেষে দোয়া পরিচালনা করেন বড়গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম রব্বানী। বিজ্ঞপ্তি