বড়লেখায় আ.লীগের শান্তি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৯:০০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতি রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার দুপুরে বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে কোনো অবস্থায়ই বাধাগ্রস্থ করতে দেওয়া হবে না। কেউ উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চাইলে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ঘরে বসে থাকবে না।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় শান্তি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভ্রত কুমার দাস শিমুল, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন প্রমুখ। এদিকে সমাবেশ শেষে বড়লেখা পৌর শহরে পরিবেশ ও বনমন্ত্রীর নেতৃত্বে শান্তি মিছিল বের করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।