সিলেটে ১৭২ চা শ্রমিকের চোখে অস্ত্রোপচার
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ৯:১০:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় ১৭২ জন চা শ্রমিকের চোখের ছানি অপারেশন করা হয়েছে। সেচ্ছাসেবী সংস্থা নয়ন ফাউন্ডেশনের সহায়তায় প্রাথমিক পর্যায়ে দুটি চা বাগানে সার্ভে চালানো হয়। সেখান থেকে ১৭২ জন চা শ্রমিক নারী-পুরুষ চোখে ছানি পড়া রোগী চিহ্নিত করে তাদের অস্ত্রোপচার করা হয়। এখন পুরোপুরি সুস্থ রোগীরা। যারা পুনরায় চা পাতা উত্তোলনে নিয়োজিত হয়েছেন। চোখের আলো ফিরে পেয়ে খুশি এই শ্রমিকরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়া চা বাগানের কোম্পানী বাংলোয় আয়োজিত অরবিস ইন্টারন্যাশনাল ও নয়ন ফাউন্ডেশনের মধ্যে ‘সমঝোতা স্মারক স্বাক্ষর’ অনুষ্ঠানে চা শ্রমিকরা তাদের চোখে আলো ফিরে পাওয়ার অনুভুতি ব্যক্ত করেন।
‘সমঝোতা স্মারক স্বাক্ষর’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্তমানবতার সেবা নিবেদিত রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. রাগীব আলী। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও অরবিস ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে মালনীছড়া ও লাক্কাতুরা চা-বাগানের শ্রমিকদের চক্ষু পরীক্ষা করা হয়। এরমধ্যে মালনীছড়া চা বাগানে ৮১ জন ও লাক্ষাতুরা চা বাগানের ৮৯ জন চোখে ছানিপড়া চা শ্রমিক রোগীর চোখে অস্ত্রোপচার করা হয়।