মোগলাবাজারে বিএনপির পদযাত্রা
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪২:৪২ অপরাহ্ন
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে পৃথক পৃথক পদযাত্রা পালন করেছে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন বিএনপি।
শনিবার পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শাহ মাহমদ আলী, আহাদ চৌধুরী শামীম, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বিলাল, নুরুল আমিন দুলু, চান্দ আলী, আব্দুল মজিদ, মো. জানু মিয়া, কয়েছ আহমদ, আশিক মিয়া আব্দুল্লা আল মুতি, ছয়ফুল ইসলাম, আনছার আলী, মাহমুদুর রহমান বাবর, আহসান উদ্দিন মামুন, নজরুল ইসলাম, বাদশা মিয়া, আশরাফ আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি