সিকৃবিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০৮:০২ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক সমিতির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা রোববার সকালে ‘ক্লিন ক্যাম্পাস প্রোগ্রাম ২০২৩’ উদ্ধোধন করেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সা’দ উদ্দিন মাহফুজের সঞ্চালনায় সূচনা পর্বে বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ শাহ্ আলমগীর, অফিসার পরিষদের সভাপতি মোঃ বদরুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেইন প্রমুখ। বক্তব্যের পর উপস্থিত শিক্ষকবৃন্দ তৎক্ষণাৎ একটি সচেতনতা র্যালি করেন এবং পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। শিক্ষক সমিতির উদ্যোগে এই পরিচ্ছন্নতা কর্মসূচীতে সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পাস পরিষ্কারে অংশ নেন। বিজ্ঞপ্তি