বরইকান্দি সুলতানুল হুফফাজ বোর্ডের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৫:৪৫ অপরাহ্ন
সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, কোরআনের খেদমতে সুলতানুল হুফফাজ বোর্ড অনন্য ভূমিকা পালন করছে। প্রতিবছর যে সকল হাফেজগণ এখান থেকে সনদ নিচ্ছেন, তারা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে পবিত্র কোরআনের খেদমতে আত্মনিয়োগ করছেন।
শনিবার রাতে বরইকান্দি সুলতানুল হুফফাজ বোর্ডের ৮৪ তম পুরস্কার বিতরণ এবং হাফিজ সুলতান (রহ) এর ৯২ তম ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জালালপুর জালালীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মনঈম এর সভাপতিত্বে এবং বোর্ডের সেক্রেটারি অধ্যক্ষ ফয়জুল হক চৌধুরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফালাহ উদ্দিন আলী, জালালাবাদ গ্যাস এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহমদ চৌধুরী। মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হাসান।
তাফসীর পেশ করেন জালালপুর জালালীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও সুলতানুল হুফফাজ বোর্ডের সভাপতি মাওলানা জ.উ.ম আব্দুল মনঈম, মাওলানা আবু তায়্যিব সৎপুরি, মাওলানা হোসাইন মোঃ আরজ আলী ও মাওলানা জাহেদ আহমদ। পরে বিজয়ী হাফিজ ও পরীক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি