সিমোপা’র সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৯:০০ অপরাহ্ন
সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮১০ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর শনিবার সন্ধ্যা ৭ টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মোবাইল পাঠাগারের সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলীর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশুকিশোর সংগঠন সুরমা খেলাঘরের উপদেষ্টা সন্তু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল ও ঔপন্যাসিক সিরাজুল হক।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন প্রাবন্ধিক মাজহারুল ইসলাম মেনন, বৃক্ষপ্রেমিক এম এ গফফার, ছড়াকার কবির আশরাফ, কবি মকসুদ আহমদ লাল, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, গীতিকার সাজিদুর রহমান, ছড়াকার ফতহুল করিম, কবি বাবলি বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি