বড়লেখায় শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৪৭:২১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেলে উপজেলা সদরে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম নজইয়ের সভাপতিত্বে সম্মেলন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। সম্মেলন উদ্বোধন করেন জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুুজিবুর রহমান খছরু, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক, জেলা বিএনপির সদস্য আনেয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি মইন উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর মখলিছুর রহমান।