গোলাপগঞ্জে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ২
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৪:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাজিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা।
নিহতরা হলেন, বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে ফারুক আহমদ (৪২) ও একই গ্রামের হিরন মিয়ার মেয়ে রাশিদা বেগম (৩৮)। তারা দু’জনই অটোযাত্রী।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীতমুখী দ্রæতগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-১৬৮০) সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রাশিদা বেগম ও ফারুক নামের দুই অটোরিকশা যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, ঘাতক ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে দুটি গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।