গোয়াইনঘাটে আস সালাম যুব সংঘের বৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৫:৩৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা, আমদের শিক্ষাক্ষত্রে আরও এগিয়ে যেতে হবে। যোগ্যতা অর্জন করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
গোয়াইনঘাটের আলীর গ্রামে আস সালাম যুব সংঘের ৬ষ্ঠ মেধা বৃত্তির পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ এ একথাগুলো বলেন।
রোববার বিকেল ৪টায় উপজেলার আলীর গ্রাম ঈদগাহে মুরব্বি সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, মুরব্বি আব্দুস শুকুর, শিক্ষক সুলেমান আহমদ, সুলতান আহমদ প্রমুখ। প্রধান অতিথি পরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।