উপশহরে চুরিকালে যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৯:১৫:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে চুরিকালে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় শাহজালাল উপশহরে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম শাহী আহমদ (২৩)। সে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামের শানুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার বিকেলে উপশহর সি বøকের ৪৩ নম্বার রোডের ২ নম্বার খালেদ ভিলার গৃহকর্তা ইকবাল হোসেনসহ পরিবারের লোকজন বাসায় তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে যান। সন্ধ্যা ৬টার দিকে বাসায় গিয়ে দেখতে পান দরজার তালা ভাঙা ও ঘরের ভেতরে শব্দ শুনতে পান। তখন গৃহকর্তা ইকবাল দরজা বাহিরে থেকে আটকিয়ে দিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহী আহমদ নামের একজনকে হাতে নাতে ধরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার এএসআই আব্দুল গফ্ফার দৈনিক জালালাবাদকে বলেন, আটককৃত শাহীকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞসাবাদে সে চুরি করতে যাওয়ার কথা স্বীকার করেছে।