গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৫:৪২ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহতের পর চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জনে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
নিহতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও তার ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫)। তারা সিলেটের আখালিয়ার বাসিন্দা। অপর দু’জন হলেন বিয়ানীবাজার উপজেলার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও মেয়ে ফারিয়া আক্তার (১৬)।
উল্লেখ্য, রোববার বিকেলে গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে দুটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজন যাত্রী নিহত হন। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।