ধনমাইরমাটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫৫:৪০ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক রোববার সকাল সাড়ে ১১টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হাফিজ আহমদ সুজনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম আইয়ুবীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি ইউপি সদস্য আবুল কালাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিম উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আইয়ুব আলী, সদস্য আব্দুর রহিম, আব্দুল লতিফ, ফয়েজ উদ্দিন, সংবাদকর্মী ফখরুজ্জামান ফারুকী, সমাজসেবী আব্দুল মন্নান ময়না।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ আক্তার, সুহানা আক্তার, সুহানা বেগম, সমাজকর্মী ইব্রাহিম আলী, তাজ উদ্দিন, আব্দুল মালিক, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, সাহাব উদ্দিন, রুহুল আমিন, কালা মিয়া, জাহেদ আহমদ, মোহাম্মদ আলী তুহিন, তারেক আহমদ, আব্দুল্লাহ মিয়া, আজির উদ্দিন সহ বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ।