এতিমদের মিশন ওয়ান মিলিয়নের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০৪:১৪ অপরাহ্ন
সিলেট শহরতলীর নালিয়া মাদরাসা ও এতিমখানার শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেছে চ্যারিটি সংস্থা মিশন ওয়ান মিলিয়ন। রোববার বিকেলে এসএমপির এয়ারপোর্ট থানাধীন এই মাদরাসার আবাসিক শিশুদের হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সিলেট ব্যুরো প্রধান ইয়াহইয়া ফজল, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, নালিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, শিক্ষা সচিব মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা হাফিজ মাহবুবুর রহমান, মাওলানা আরিফুল হক, মাওলানা ওলিউর রহমান মাওলানা আবদুল কাদির প্রমুখ। বিজ্ঞপ্তি