মাদরাসা ছাত্র মিরাজের ‘স্কুলঘর’ অ্যাপ: ভর্তি দুশ্চিন্তা কমাবে অভিভাবকদের
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৫১:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সন্তানকে স্কুল কিংবা কলেজে ভর্তি নিয়ে অনেক বেগ পেতে হয় অভিভাবকদের। কোথায় ভর্তি করবেন, প্রতিষ্ঠানটি কেমন, সেখানে সন্তানকে পড়াতে খরচই বা কত, ইত্যাদি নানান চিন্তায় তাদের থাকতে হয় দিশেহারা। বছর শেষ হওয়ার আগেই এসব খবর নিতে বিভিন্ন দিকে শুরু হয় অভিভাবকদের ছোটাছুটি। তাদের এই দুশ্চিন্তা অনেকটাই কমাতে অবশেষে সমাধানে এগিয়ে এলেন এক মাদরাসা ছাত্র। নাজমুল আলম মিরাজ নামে ১৮ বছরের এই তরুণ তৈরি করেছেন ‘স্কুলঘর’ নামে একটি অ্যাপ। এটি বাংলাদেশের শিাপ্রতিষ্ঠানের তথ্যসংক্রান্ত একটি অ্যাপ। যেখানে ঘরে বসে যেকোনো শিাপ্রতিষ্ঠানের তথ্য, যেমন ভর্তি, মাসিক ফি, সেশন ফি, প্রতিষ্ঠানের অবস্থান, বৈশিষ্ট্য ইত্যাদি জানা যাবে। নাম-ঠিকানা দিয়ে খুঁজে বের করা যাবে যেকোনো প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য। যেকোনো সময় অভিভাবকদের েেত্র অ্যাপটি কার্যকর হবে বলে জানান মিরাজ।
কোরআনে হাফেজ নাজমুল আলম মিরাজ টিলাগড়ে ‘আলহাজ অছিয়ত আলী-করিমন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসার দাখিল পরীার্থী। বাবা মো. নজিবুর রহমান একজন ব্যবসায়ী এবং মা শেখ আফছানা বুলবুল গৃহিণী। বড় বোন বর্তমানে ইংল্যান্ডের নিউ ক্যাসেলের নর্থাম্ব্রিয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।
অ্যাপ নিয়ে মিরাজ বলেন, অনেক অভিভাবকই চান তাঁদের সন্তানকে মানসম্পন্ন স্কুল-কলেজে পড়াবেন। কিন্তু সময় ও সুযোগের অভাবে খুঁজে বের করতে পারেন না ভালো মানের শিাপ্রতিষ্ঠান। আমি মনে করি, এই সমস্যা সমাধানে খুবই সহায়ক হবে আমার অ্যাপটি। অ্যাপটি নিয়ে ইতিমধ্যে অনেক অভিভাবকের সঙ্গে কথা বলেছি। সবাই প্রশংসা করেছেন। এমন একটি অ্যাপ বাংলাদেশে প্রয়োজন ছিল বলে মতামত প্রকাশ করেছেন। বর্তমানে অ্যাপটি প্লে-স্টোরে প্রকাশিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। বর্তমানে ঢাকা অঞ্চলের গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও কার্যক্রম শুরু করা হবে।’
মিরাজ আরও বলেন ধর্মীয় রীতিনীতি ও পড়ালেখায় তাঁর যেমন আগ্রহ, তেমনি বিজ্ঞান শিার প্রতিও ঝোঁক রয়েছে। ১০ বছর বয়সে তিনি ওয়ার্ডপ্রেসের কাজ রপ্ত করেন। ‘স্কুলঘর’ অ্যাপটি তৈরির জন্য তিনি অনলাইনে কোর্স করেন। তাঁর উদ্ভাবিত এই অ্যাপের মাধ্যমে খুঁজে বের করা যাবে যেকোনো স্কুল বা কলেজের সব তথ্য।