সিলেটে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট মার্চে
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৯:১৪:২৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : মার্চের ফিফা উইন্ডোতে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০ থেকে ২৮ মার্চ টুর্নামেন্ট হবে সিলেট জেলা স্টেডিয়ামে। সোমবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ব্রুনাই এবং সিশেলস। ত্রিদেশীয় টুর্নামেন্ট উপলক্ষে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে ৩ মার্চ।
ন্যাশনাল টিমস কমিটির সভায় সভাপতিত্ব করেন বাফুফে সহ-সভাপতি ও কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সভায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
ভিডিও বার্তায় কাজী নাবিল আহমেদ বলেন, ‘মার্চের ফিফা উইন্ডোতে আমরা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছি। ত্রিদেশীয় সিরিজটি পয়েন্ট ভিত্তিতে খেলা আয়োজন করা হবে। ইতোমধ্যেই ফিফার কাছে আমরা চিঠি দিয়েছি। অনুমতি পেলেই আমরা বাকি কাজ গুলো শুরু করবো।
মার্চ উইন্ডোর জন্য দ্রুতই জাতীয় দলের ক্যাম্প ডাকা হবে বলে জানিয়ে নাবিল বলেন, ‘আমাদের প্রধান কোচ ও কোচিং স্টাফরা প্রিমিয়ার লিগের সব কটি ম্যাচ পর্যবেক্ষণ করছে। লিগের প্রথম লেগ শেষ হওয়ার দু-তিন দিন পরই ক্যাম্প শুরু হবে। ঢাকা অথবা সিলেটে হতে পারে ক্যাম্প।’ অবশ্য ঢাকা ও সিলেটে ক্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও বাফুফে চেষ্টা করছে কাতার অথবা সৌদি আরবে জাতীয় দলের অনুশীলন করানোর।