সিলেটে করোনায় নারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৯:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশে শেষ ২৪ ঘন্টায় করোনাভাইরাসের মৃত্যু হয়েছে ১ জনের। তিনি সিলেট জেলার বাসিন্দা। তিনি সত্তরোর্ধ্ব একজন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে দেশে ২ হাজার ২২টি নমুনা পরীক্ষা করে নতুন ৯ জন করোনা রোগী শনাক্ত হয়। তাতে শনাক্তের হার সামান্য কমে হয়েছে ০ দশমিক ৪৫ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ২৮ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬৮৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৪৫ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৫০৪ জন।
নতুন রোগীদের মধ্যে ৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে সিলেট জেলায় তিনজন নতুন রোগী শনাক্ত হয়েছে।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৮ লাখ ৫৪ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৭ কোটি ২৯ লাখের বেশী।