সনিয়া হত্যায় হয়নি মামলা, নেই গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:২৪:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটী নাটকের অভিনেত্রী ও টিকটকার তরুণী সনিয়া বেগমের (২০) লাশ ময়না তদন্ত শেষে সোমবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বাদ এশা জানাযা শেষে তার লাশ নগরীর মানিক পীর টিলাস্থ কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। তবে একমাত্র সন্দেহভাজন আসামী সজিব পুলিশের নজরদারিতে এবং যে কোন সময় গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে সিলেট নগরীর শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসা থেকে সনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ঐ বাসার ৪র্থ তলায় থাকতেন। সনিয়া সিলেটের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতেন।
এদিকে, গলাকেটে এই হত্যাকাণ্ডে সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে এ ঘটনায় পুলিশ সন্দেহ করছে সনিয়ার মামাতো ভাই সজিব আহমদকে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সজিবকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসএমপির উপ কমিশনার আজবাহার আলী শেখ।
সনির পারিবারিক সূত্র জানায়, হত্যাকাণ্ডের আগের রাতে সনিয়াদের বাসায় রাত্রিযাপন করে তার মামাতো ভাই হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নবীনগরের বাসিন্দা নবী হোসেনের ছেলে সজিব আহমদ। রোববার সকালে সনিয়া পরিবারের সদস্যদের সাথে নাস্তা করেন। এরপর পরিবারের অন্য সদস্যরা সনিয়ার সৎ বাবা সেলিম মিয়াকে দেখতে হাসপাতালে চলে যান। এর কিছুক্ষণ পর সজিবও বাসা থেকে বের হয়ে যায়।
দুপুর ১২টার দিকে সাড়াশব্দ না পেয়ে সনিয়ার ভাবি তাকে ডাকতে যান। রুমে ঢুকে তিনি সনিয়ার গলাকাটা লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং রুমের ভেতর থেকে কাপড় কাটার একটি রক্তমাখা কাঁচি জব্দ করে।
সনিয়ার পরিবারের দাবি- এই হত্যাকাণ্ডের সঙ্গে সজিব জড়িত। পুলিশের সন্দেহর তীরও সজিবের দিকে। ঘটনার পর থেকে সজিব গা ঢাকা দেওয়ায় সন্দেহ আরও দৃঢ় হয়। সনিয়ার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণলঙ্কারও খোয়া গেছে বলে দাবি করছেন পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ দৈনিক জালালাবাদকে বলেন, নগরীতে সনিয়া হত্যাকান্ডে সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে সনিয়ার পরিবারের দাবীর প্রেক্ষিতে কয়েকটি বিষয়কে সামনে রেখে পুলিশ কাজ করছে।