সাংবাদিক আলী হোসেনের মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪২:৪৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আলী হোসেনের মা নুরুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রজিউন)। রোববার দুপুর ২টা ৩৪ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫৫ বছর। তিনি স্বামী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হয়।
তার মৃত্যুতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উত্তর রণিখাই ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুর রহমান মরহুমার আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।