ফাগুনেও তাপমাত্রা কমার আভাস
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৪:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ বসন্তের প্রথম দিন। ফাগুন উৎসবের প্রস্তুতি সর্বত্র। শীত বিদায়ের এই ক্ষণে আকাশে মেঘ জমেছে। কিন্তু তা বৃষ্টি হয়ে ঝরবে না বলেই আভাস মিলেছে। তবে তাপমাত্রা কিছুটা কমবে।
এরই মধ্যে ফাগুনের হওয়া বইতে শুরু করেছে। দিনের তাপমাত্রা একটু বাড়তে থাকলেও রাত ও ভোরে হিম হিম ভাব এখনও যায়নি। বরং রাতে তাপমাত্রা ১০/১১ ডিগ্রীর মধ্যেই আছে এখনো।
আজ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, অস্থায়ীভাবে আকাশ থাকবে মেঘলা। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ঝড়-বৃষ্টির কোনো আভাস ১৯ তারিখ পর্যন্ত সেভাবে নেই। আকাশে যে মেঘ জমে, এতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে কিছুটা শীত অনুভূত হতে পারে।
আগামী দু-তিন দিন দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা অল্প কমতে পারে। তবে এরপর তাপমাত্রা বাড়তে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।