দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৫:২৩:০২ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক (মল্লিক) এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল আমিন এর পরিচালনা শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কমিটির যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনিম, আলী মো নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সৈয়দ সারোয়ার রেজা, কায়ছার মাহমুদ সুমন, টিটন মল্লিক, রায়হানুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুল ইসলাম চৌধুরী লাহিন, আব্দুল আমিন, কয়েছ আহমদ, দিহান আহমেদ হারু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন আহমদ তালুকদার, ইমন আহমদ, জাহাঙ্গীর হোসেন লকুছ, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকতি মুকুল, আবু রায়হান রাজু, সাহেদ আহমদ, এনামুল হক টিপু, হেলিম হোসেন, সুজন আহমদ, বাহার উদ্দিন কুটন, মনোয়ার হোসেন মনু, ফখরুল ইসলাম, এনামুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি