সুপাতলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৩১:৫৯ অপরাহ্ন
বিয়ানীবাজার পৌরসভাধীন নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির উদ্যোগে সোমবার সকাল ১০ টায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মেছবা আহমেদ এমবিই’কে সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন টাইগার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেছবাহ আহমদ এমবিই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এনাম হোসেন, মাষ্টার ফখর উদ্দিন ও মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিকা দাস, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি অর্চনা চক্রবর্তী, অভিভাবক মহিলা সদস্য কুলসুমা বেগম, ্য রুবিনা বেগম, সুহানা আক্তার, ছফর উদ্দিন, মঈন উদ্দিনসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে মেছবাহ আহমদ এমবিই’র সৌজন্যে ১০০ মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও চকলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মেছবাহ আহমদ এমবিই ও বিদ্যালয়ের সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি