সনদ ছাড়া উৎপাদন, বিএসটিআই’র জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫১:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ সদরের দুটি বেকারীতে মঙ্গলবার অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। এসময় বেকারী দুটিতে মোবাইল কোর্টের মাধ্যমে আলাদাভাবে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই হতে সিএম সনদ ছাড়া উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে তাদের জরিমানা করা হয়।
বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার হবিগঞ্জ সদরের লাখাই রোডের রবি ফুড গার্ডেনে অভিযান চালায় একটি মোবাইল কোর্ট। এসময় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরটি হবিগঞ্জ সদরের কামরাপুর বাইপাস রোডে বিসমিল্লাহ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং তুহিন হোসেন মোবাইল কোর্টে নেতৃত্ব দেন। বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা শাওন কুমার ধর আবীর ও রাইসুল ইসলাম এতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।