১৮ বছরে পা রাখলো উইমেন্স মেডিকেল কলেজ
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৬:০৫ অপরাহ্ন
১৮তম বছরে পদার্পণ করলো সিলেটের একমাত্র মহিলা মেডিকেল কলেজ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। ২০০৬ সালের এই দিনে কলেজ ও হাসপাতালের স্পন্সর প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং লিমিটেডের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত হয়ে যাত্রা শুরু করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সিলেটে এবং বাংলাদেশের নারী শিক্ষায় অগ্রণী ভুমিকা পালনকারী এই প্রতিষ্ঠান বর্তমানে ৬শ’ বেডের রোগী ধারন ক্ষমতা নিয়ে সুনামের সাথে এই অঞ্চলের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছে। দেশীয় শিক্ষার্থীর পাশাপাশি রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী শিক্ষার্থী। এ পর্যন্ত ১৩৭৫ জন ছাত্রী ভর্তি হয়েছে যাদের মধ্যে ৮৩০ জন এমবিবিএস ডিগ্রী অর্জন করেছে। বর্তমানে ৫৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২৫ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে।
এই প্রথমবার কলেজ ডে পালিত হচ্ছে। ১৪ ফেব্রুয়ারী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের মাধ্যমে মেডিকেল কলেজ ডে পালিত হয়। মঙ্গলবার সকালে সংগীতের সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া কর্মসুচিতে র্যালী, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্মৃতিচারণমুলক অনুষ্ঠান ছিল। এছাড়াও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টল উদ্বোধন করা হয়।
র্যালী এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এখলাসুর রহমান।
কলেজ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক ডা: অচিরা ভট্টাচার্যের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডাঃ ওয়েস আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ডা: ওয়ালী তসর উদ্দিন, হাসপাতালের পরিচালক ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল (এলপিআর) জি এম মনিরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল পাটোয়ারী।
স্বাগত বক্তব্য রাখেন কলেজ ডে উদযাপন কমিটির সদস্য সচিব প্যাথলজী বিভাগের অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুঁইয়া। কলেজ ও হাসপাতাল অগ্রযাত্রার ডকুমেন্ট উপস্থাপন করেন সহযোগি অধ্যাপক ডা: খন্দকার আবু তালহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মোঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডা: মাহজুবা উম্মে সালাম প্রমুখ।
বক্তব্য রাখেন স্পন্সর পরিচালক সিরাজুল হক, আবুল মহসিন চৌধুরী, নুরুল ইসলাম খান, এমদাদ হোসেন চৌধুরী, প্রফেসর ডা: এম এ সালাম প্রমুখ।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ ম্যাগাজিন ‘পিলসুজ’ এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এখলাছুর রহমানসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি