জেলরোড থেকে গ্রেফতার ৪ ছিনতাইকারী জেলে
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৬:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৪টি ধারালো চাকু ও ছিনতাইকৃত মোবাইল জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গ্রেফতার ছিনতাইকারীরা হলো- মৌলভীবাজারে রাজনগর থানার একামধু গ্রামের নুরুজ্জামানের ছেলে উজ্জল (২৭), সুনামগঞ্জের ছাতক থানার ঝিকলি গোবিন্দগঞ্জ গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে আলী নূর (২৬), হবিগঞ্জের বানিয়াচং থানার খাড়াউড়া গ্রামের হরমুজ আলীর ছেলে বুলবুল আহমদ (৩৩) ও সিলেটের জৈন্তাপুর থানার ঠাকুরমাটি গ্রামের আখলুছ মিয়ার ছেলে সেলিম (২৫)।
মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একদল নগরের জেলরোড এলাকায় অভিযান চালিয়ে এই চার ছিনতাইকারীকে গ্রেফতার করে। পরে ধৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়।