শাবিতে ছাত্রলীগ কর্মীকে মারধরের ঘটনায় মামলা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৯:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রলীগ কর্মীকে মারধরের ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। এতে শাখা ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক সজীবুর রহমানের অনুসারী বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনকে প্রধান করে অজ্ঞাতনামা আরো ১৪-১৫ জনকে ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মারধরের শিকার ফারদিন কবিরের আইনজীবী প্রবাল চৌধুরী।
তিনি বলেন, সোমবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. সুমন ভ‚ঁঁইয়ার আদালতে লিখিত অভিযোগ দিয়েছেন ফারদিন। পরে আদালত এসএমপির জালালাবাদ থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
মামলার আবেদনে বলা হয়, গত ৬ ফেব্রæয়ারি সন্ধ্যার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে ফারদিন কবিরের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসাও হয়ে গেলেও ওইদিন রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে তার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে লোহার পাইপ দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফারদিন চিকিৎসা নেন।
ফারদিন কবির বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনের অনুসারী। এ ব্যাপারে ফারদিন বলেন, আদালতে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হামলাকারিদের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থায় না নেওয়ায় আদলতের শরণাপন্ন হতে বাধ্য হয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, অভিযোগপত্র আমরা পেয়েছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনাটি খতিয়ে দেখে প্রতিবেদন জমা দিলে এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, আদালতের নির্দেশনা এখনো থানায় পৌঁছায়নি। নির্দেশনা পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।