কানাইঘাটে ১ জনকে কুপিয়ে আহত
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৩:৪২ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নের শাহাপুর গ্রামে ইসলাম উদ্দিন পংকি নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত আহত করা হয়েছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ইসলাম উদ্দিন পংকি (৪৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় আহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে হামলাকারী ৪ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় গত সোমবার বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত শনিবার বেলা ৩ টায় শাহাপুর গ্রামের মৃত ছুনু মিয়ার পুত্র ইসলাম উদ্দিনকে তার নিজ বসতবাড়ীতে গিয়ে দেশীয় লাঠি-সোটা, ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় একই গ্রামের প্রতিবেশী মৃত সিকন্দর আলীর পুত্র মখলিছুর রহমান ও তার পুত্র আমির আলী তাদের পরিবারের সদস্য জয়নুল আহমদ গংরা। হামলাকারীরা পিটিয়ে ও ধারালো কোদাল দিয়ে উপর্যপুরী আঘাত করে মাথায় ও বাম হাতে জখম করে। এসময় হামলাকারীদের কবল থেকে স্বামী ইসলাম উদ্দিনকে উদ্ধার করতে গিয়ে মারধরের শিকার হন স্ত্রী মনোয়ারা বেগম ও ভাই হারিছ আলী। রক্তাক্ত অবস্থায় ইসলাম উদ্দিন পংকিকে তার স্বজনরা হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিওমেক হাসপাতালে তাৎক্ষণিক প্রেরণ করেন।