বৃহস্পতিবার থেকে সিলেটে এসএমই পণ্য মেলা: স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে থাকছে নানান আয়োজন
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০২:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (এসএমই) পণ্য মেলা। সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের আয়োজনে এবং সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের তত্ত্বাবধানে নগরীর রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় ৫০টি স্টল থাকছে। এরমধ্যে সিলেট বিভাগের ৩৮টি এবং সিলেটের বাইরের ১২টি রয়েছে। মেলায় কেবল যেসব উদ্যোক্তা নিজেরা পণ্য উৎপাদন করেন তাদের সুযোগ দেওয়া হয়েছে। যারা কেবল বাজারজাত করেন কিন্তু উৎপাদন করেন না তাদের স্টল দেওয়া হয়নি, এছাড়া থাকছে না কোনো বিদেশি স্টলও। এতে যেকেউ এসে মেলা ঘুরে দেখতে পারবেন এবং চাহিদা অনুযায়ী নিজ দেশিয় উদ্যোক্তাদের কাছ থেকে সরাসরি পণ্য কিনতে পারবেন। বুধবার বিকেলে সিলেট বিভাগীয় অফিসের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। এসময় বাণিজ্য বা বিক্রি উদ্দেশ্য নয়, মূলত উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এই মেলার আয়োজন বলে জানান তিনি। দেবজিৎ সিংহ বলেন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেটে উদ্যোক্তাদের সংখ্যা ও আগ্রহ কম। এটি বাড়ানো গেলে জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত অবদান রাখতে সম হবে। যা সিলেটে অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবাদ সম্মেলনের শুরুতে মেলার স্টল সংক্রান্ত নীতিমালা নিয়ে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশন সিলেটের উপ পরিচালক মাসুম বিল্লাহ।
আয়োজকরা জানান ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের জন্য এই মেলার আয়োজন। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ ও সেতুবন্ধন তৈরিতে সহায়তা করাই মেলার ল্য ও উদ্দেশ্য জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় এর মাধ্যমে এসএমই উদ্যোক্তা ও ভোক্তাদের মাঝে পারষ্পরিক সম্পর্ক স্থাপন হবে। এজন্য পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এ লক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি মেলার ৪র্থ দিন বিকাল ৩টায় মেলা প্রাঙ্গনে সিলেট বিভাগে এসএমই খাতের উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া পরদিন একই সময় উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি বিষয়ে আলোচনা ও ব্যাংকারদের সাথে সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে উদ্যোক্তার ঋণ পেতে কী কী সমস্যায় পড়েন সে বিষয়ে তারা ব্যাংকারদের সরাসরি জানাতে পারবেন এবং কী কী কারণে ঋণ দেওয়া সম্ভব হয় না বা ঋণ পেতে কী কী করতে হবে তা নিয়ে ব্যাংকরারা উদ্যোক্তাদের প্রশ্নের জবাব ও পরামর্শ দেবেন।
এসময় জানানো হয় এসএমই একটি শ্রমনিবিড়, স্বল্প পুঁজিনির্ভর ও উৎপাদন সময়কাল স্বল্প হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এই খাত অবদান রাখতে সম। বাংলাদেশকে শিল্পভিত্তিক অর্থনীতির দেশে পরিনত করার েেত্র এসএমই বিশেষ ভূমিকা রাখছে। বর্তমানে দেশে কুটিরশিল্পসহ প্রায় ৭৮ লাখ অতিুদ্র (মাইক্রো),ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসএমই ফাউন্ডেশন মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সকল কার্যক্রমের অংশ হিসেবেই তাদের এই মেলার আয়োজন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক মো. সালাহ উদ্দিন, এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক রিয়াদ হাসান, সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার অনুপমা দাস, সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জয়নাল আবেদীন।