শাবিতে আইকিউএসি’র কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ৬:২৫:৫৮ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে Hands-on training on Systematic Reviews and Meta Analysis-শীর্ষক কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, শুধু গবেষণা করলেই হবে না। গবেষণার ইথিক্যাল ব্যাপারগুলো যথাযথ মূলায়ন না করলে গবেষণার মানদন্ড আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে না। আমরা ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয়ে ইথিকস বোর্ড গঠন করেছি। ইথিকস বোর্ডের মাধ্যমে এই বিশ্ব-বিদ্যালয়ের গবেষণাগুলোতে গবেষণা ইথিকস যথাযথভাবে প্রয়োগ করা হবে। বিশ্ব-বিদ্যালয়ের র্যাংকিং বিশ্ব মানের করতেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মুহসিন আজিজ খান এবং অনুষ্ঠান সমন্বয় করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল ও ড. মো. মাহবুবুল হাকিম। বিজ্ঞপ্তি